চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত অডিট কর্মকর্তা সাইফুর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। শনিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষে সাংবাদিক সেলিম শিকদার প্রশাসনের কাছে এ দাবি জানিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সাইফুর রহমান ঢাকার কাকরাইলে অডিট ভবনে কর্মরত রয়েছে এবং সে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বর্ধল গ্রামের মৃত আব্দুল হামিদ মাষ্টারের ছেলে।
সাংবাদিক সেলিম শিকদার জানান, সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আয়কর আইনজীবী ও সাংবাদিক সেলিম শিকদারের বড় ভাই রহমতুল্লাহ কাছ থেকে বন্ধুতের সুবাদে বাড়ী নির্মাণের জন্য আসামী শেখ মোহাম্মদ সাইফুর রহমান তিন মাসের জন্য দশ লক্ষ টাকা নেন। তিনমাস পার হবার পর আসামী সাইফুর রহমান তাকে দশ লক্ষ টাকার একটি চেক দেন। কিন্তু চেকটি ব্যাংক ডিজঅনার করেন।
পরবর্তীতে উকিল নোটিশ দিয়েও কোন ফল না পাওয়ায় ২০১৪ সালের ১৪ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। সাক্ষী প্রমান শেষে চলতি মাসের ৬ মে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জাফরোল হাছান তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং সেই সাথে চেকে উল্লেখিত দশ লক্ষ টাকা জরিমানার আদেশ দেন।
রায় ঘোষনার পর প্রায় ২০দিন পেরিয়ে গেলেও তাকে গ্রেফতার করা হয়নি। এখনও সে বহাল তবিয়তে অফিসে কর্মরত রয়েছে বলে জানা গেছে। এঅবস্থায় সাংবাদিক সেলিম শিকদার অবিলম্বে আসামীকে গ্রেফতারপূর্বক টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৬/ হিমেল-২০