ফরিদপুর শহর ও কোতয়ালী থানা যুবদলের কমিটি গঠন নিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে শুরু হয়েছে নানা অপপ্রচার। এ অপপ্রচার এখন ব্যক্তিগত পর্যায়ে পৌঁছেছে। গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ কতিপয় নেতা এবং তাদের পরিবারকে জড়িয়ে চলছে নানা অপপ্রচার। ফেসবুকে এসব অপপ্রচারে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দলের নেতা-কর্মীদের মাঝে ছড়িয়ে পড়ছেন নানা বির্তকে।
গত ৭ ও ১৫ মে ফরিদপুর শহর ও কোতয়ালী যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটি গঠন করার কথা থাকলেও নানা জটিলতায় তা হয়নি। কমিটি গঠন না হওয়ায় নেতাদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এদিকে, শহর ও কোতয়ালী থানা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র কিনে জমা দেন।
কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও কমিটি ঘোষনা না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে, সভাপতি পদের প্রার্থীরা তাদের পদ পেতে লবিং অব্যাহত রেখেছেন। সভাপতি পদের প্রার্থীরা একে অপরকে ঠেকাতে নানা অপকৌশল অবলম্বন করছেন বলে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় একটি গ্রুপ ‘ফেসবুকে’ কতিপয় নেতার বিরুদ্ধে চরম বিষেদাগারে নেমেছেন। তারা প্রতিদিনই ঐসব নেতাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। শুধু নেতার নামেই নয়, নেতার পরিবারকে জড়িয়ে এমন সব কথা লিখছেন যা ঐসব নেতাদের পরিবারের সদস্যরা ‘বিব্রতকর’ অবস্থার মধ্যে পড়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা যুবদলের একনেতা জানান, রাজনীতির মাঠে দেখা না গেলেও পদ পেতে কয়েক নেতা যেভাবে তৎপর রয়েছেন তা নজীরবিহীন। আন্দোলন-সংগ্রামে কোন ভূমিকা না থাকলেও তারা এখন ‘বিরাট’ নেতা হিসাবে নিজেদের জাহির করার চেষ্টা করছেন। এছাড়া ঐসব নেতাদের ইন্ধনে তাদের সহযোগীরা ভুয়া আইডি খুলে যুবদলের কয়েক নেতার নামে অপপ্রচারে নেমেছেন যা ভাষায় প্রকাশ করা যায়না।
শহর যুবদলের একজন সভাপতি প্রার্থী অভিযোগ করে বলেন, আমাকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে যেভাবে মিথ্যা প্রচারনা চালানো হচ্ছে তাতে করে আমি ও আমার পরিবারের সদস্যরা বেশ বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছি। এভাবে চলতে থাকলে রাজনীতি করা সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন, ফেসবুকে যারা এসব করছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা উচিত।
এদিকে ফেসবুকে নানা ভুয়া আইডি’র মাধ্যমে নেতাদের বিরুদ্ধে ছড়ানো কুৎসামূলক বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা যুবদলের সাধারন সম্পাদক একে এম কিবরিয়া স্বপন। তিনি বলেন, যুবদলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি চক্র এমনটি করছে। যারা এ কাজটি করছে তারা বিএনপি কিংবা যুবদলের কেউ নন। তারা অন্যকোন দলের এজেন্ট হতে পারে।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৬/ হিমেল-২১