শেরপুরের সর্বত্র গ্রাম থেকে শহর পর্যন্ত দোকান বাসাবাড়ি চায়ের ষ্টলে আবাল বৃদ্ধ বণিতারা ক্রিকেট জুয়ায় মেতেছে। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলে এ জুয়ার প্রস্তুতি। আগেও ক্রিকেট জুয়া হয়েছে তবে এবারের আইপিএল ক্রিকেটের জুয়া সকল রেকর্ড ভঙ্গ করেছে।
এবারের জুয়ায় নারীদের বিরাট একটি অংশ পুরুষদের সাথে মিলেমিশে খেলছে জুয়া। আবার শহরের বেশ কিছু উঠতি বয়সি ব্যবসায়ী টাকা রাখার এজেন্ট হিসেবে বেশ আলোচনায় এসেছে। এ সমস্ত এজেন্ট দুদলের জুয়াড়িদের টাকার আমানতকারী। খেলা শেষে বিজয়ী জুয়াড়িদের হাতে হাজারে ৫০ টাকা কমিশন রেখে টাকা পৌঁছে দিয়ে বিশ্বাসী মধ্যসত্ব ভোগীর পরিচয়ে পরিচিতও পেয়েছে বেশ। এ সমস্ত এজেন্টদের সকাল থেকে রাত অবধি কাজ থাকে জুয়াড়ি যোগাড় করে টাকা নেওয়া ও খেলা শেষে বিজয়ীদের হাতে টাকা পৌঁছানো।
একটি সূত্র জানিয়েছে শহরের কয়েকজন মধ্যসত্বভোগীর কাছে প্রতিদিন ৫০ থেকে কোটি টাকা জমা থাকে। টেলিভিশনের সামনে এ সব জোয়াড়িদের মধ্যে টান টান উত্তেজনা থাকে। টিম জেতাহারার বাইরে ওভারে ওভারে বলে বলে ৫শ থেকে ৫০হাজার পর্যন্ত চলে জুয়ার বাজি। এ বাজি গুলোর চুক্তি চোখে চোখে ইশারায় হাতের আঙুল দিয়ে টাকার অংক ঠিক করা হয়। হারাজিতার সাথে সাথে নিমিশেই লেনদেন শেষ করা হয়। আইপিল এর এ জুয়ায় অনেকেই সর্বশান্ত হয়ে শেরপুর ছেড়ে ঢাকায় পাড়ি জমাচ্ছে আবার কারও কারও অর্থনৈতিক অবস্থা বেশ চোখে পড়ার মত হয়ে উঠেছে। শহরের বেশ কিছু চাতাল মালিক ক্রিকেট জুয়ায় সর্বশান্ত হয়ে পাওনাদারের চাপে বাড়িঘর ছেড়ে পলাতক আছে। সম্প্রতি একজন ব্যাংকার ২দিনে ৬ লাখ টাকা হেরে বেহুশ হয়ে হাসপাতল পর্যন্ত গিয়েছিলেন। কয়েকজন চাল ব্যবসায়ী ট্রাক ও চালসহ জুয়ার বাজি ধরে সর্বশান্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট এলাকায় টাকার ভাগাভাগি নিয়ে দুইদল যুবকের মধ্যে ব্যাপক মারামারি হয়। সব মিলিয়ে জেলা জুড়ে ক্রিকেটের জুয়া নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। এর মধ্যে শুক্রবার সদর উপজেলার বাজিতখিলা এলাকায় বেরসিক পুলিশ ২০ ক্রিকেট জুয়াড়িকে ধরে কোর্টে সোপর্দ করলে কোর্ট জরিমানা করে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ ক্রিকেট জুয়ার বিষয়টি স্বীকার করে বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে এসমস্ত জুয়া এমন ভাবে হয় তাতে জুয়াড়িদের ধরা খুব মুশকিল তবে ক্রিকেট জুয়াড়িদের ধরতে গোয়েন্দা নজরধারি বাড়ানা হয়েছে এবং অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/ ২১ মে ১৬/ সালাহ উদ্দীন