ফরিদপুরের অম্বিকাপুরস্থ পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি সংলগ্ন কুমার নদীতে গোসল করতে গিয়ে বৃহস্পতিবার দুপুুরে সাকিবুর রহমান সাকিব (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শাকিব শহরের অম্বিকাপুর এলাকার বাসিন্দা ও জনতা ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমানের পুত্র। সে ঢাকা ক্যামব্রিয়ান কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ঈদ করতে সাকিব দুইদিন আগে ফরিদপুরের বাড়িতে আসে। বৃহস্পতিবার দুপুরে সাকিব দুই বন্ধু মিলে কুমার নদীতে গোসল করতে যায়। একসময় সাকিব পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে তার লাশ উদ্ধার করা হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুমার নদীতে কলেজ ছাত্র ডুবে যাবার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার সাইফুজ্জামানের নেতৃত্বে ৫ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। বেলা দুইটার দিকে কুমার নদী থেকে সাকিবকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের চিকিৎসক ফাতেমা নাজনীন জানান, হাসপাতালে আনার আগেই সাকিবের মৃত্যু হয়েছে। সাকিবের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/ ০৮ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ