নরসিংদীতে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় ৩০মিনিট গোলাগুলি শেষে ৪ সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আজ রাত ৯টার দিকে নরসিংদীর বাশাইল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ ও বাড়ির মালিক জানায়, রাত ৮টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় আহসান মঞ্জিল মালিক মাকসুদুল কবির ফেরদৌসের বাড়িতে বাসা ভাড়া নিতে যায় দুই যুবক। এসময় তাদের পেছনে অস্ত্রধারী আরো দুই যুবক ঘরে ভেতরে প্রবেশ করে বাসার লোকজনদের জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণ ও নগট টাকা লুট করে। এতে বাধা দিলে ডাকাতরা তাদের মারধোর শুরু করে। এসময় জিম্মিরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন মেইন গেইটে তালা লাগিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) নেতৃত্বে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে ডাকাতদের আত্মসমর্পণ করতে বলেন। ডাকাতরা পুলিশকে লক্ষ করে ককটেল ও গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি ছুড়েন। প্রায় ৩০ মিনিট গোলাগুলির পর ৪ ডাকাত পুুলিশের কাছে আত্মসমর্পণ করে। এসময় তাদের কাছ থেকে ২টা বিদেশী পিস্তল একটা চাপাতি গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/ ০৮ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন