দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোলে ট্রাকের চাপায় মো. আবুল হোসেন (৩০) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আবুল হোসেন কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. মিজানের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে দিনাজপুর-পঞ্চগড় সড়কের ভাতগাঁও ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা নিরঞ্জন রায় জানান, উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. মিজানের ছেলে মো. আবুল হোসেন সন্ধ্যায় মটর সাইকেল নিয়ে নিজ বাড়ি হতে তেরমাইল গড়েয়া বাজারে উদেশ্যে রওয়ানা হয়। পথে দিনাজপুর-পঞ্চগড় সড়কের ভাতগাঁও ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন মারা যায়।
কাহারোল থানার এসআই মো. এরশাদ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার