যশোরের অভয়নগরে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত রবি সরদার (৩০) অভয়নগরের একতারপুর গ্রামতলার রউফ সরদারের ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, একতারপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে রবি সরদার নামের এক যুবকের ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে রবির লাশ ফেলে রেখে যায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
বিডি প্রতিদিন/ ১০ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন