ফেনী রেলওয়ে স্টেশনের সহদেবপুর এলাকায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে ট্রেন থেকে ফেলে দিয়েছে। তার বুকের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেসবাউল ইসলাম বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ১০ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন