গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে শহরের চৌরাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের একজন হলেন আনসারুল্লাহর গাজীপুর জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম ওরফে স্বপন (২৪)। বাকি আরেকজনের নাম জানানো হয়নি।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, তাদের পরিকল্পনা ছিল কাশিমপুর কারাগারে হামলা করে খেলাফত কায়েমের গুরু জসিম উদ্দিন রাহমানিসহ অন্যান্য সদস্যদের ছিনিয়ে নেওয়া। আটকদের কাছ থেকে ছুরি ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৯