রায়পুরে পাওনা টাকার জন্য মামলা করায় এক শিক্ষককে মারধরের অভিযোগ ওঠেছে। ঘটনার শিকার মো. দেলোয়ার হোসেন (৩৪) রায়পুরের উত্তর-পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। শুক্রবার রাতে পৌর শহরের নতুন বাজারে এ মারধরের ঘটনা ঘটে।
শিক্ষক দেলোয়ার হোসেন অভিযোগ করেন, এক বছর আগে পৌর শহরের ৭নং ওয়ার্ডের মো. মজিবুর রহমান, পল্লী বহুমুখী সমবায় সমিতির নাম করে তার কাছ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নেন। কয়েকদিন আগে ওই টাকা ফেরত চাইলে মজিবুর রহমান তাকে আড়াই লাখ টাকার একটি চেক দেন। কিন্তু ব্যাংকে কোন টাকা না থাকায় এবং টাকা উদ্ধারে ব্যর্থ হওয়ায় গত বৃহস্পতিবার আদালতে মজিবুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতে তাকে মারধর ও লাঞ্ছিত করা হয়।
অভিযুক্ত মজিবুর রহমানের সাথে একাধিকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। শিগগির ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা