লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে ফাতেমা (১০) ও শামীমা (১২) নামে দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের দক্ষিণ উদমারা গ্রামের দর্জি বাড়ির সিএনজি ড্রাইভার বিল্লালের মেয়ে এবং শামীমা একই গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে। তারা দু’জন দক্ষিণ উদমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় এবং ৪র্থ শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষ্যদর্শী ও পরিবারের লোকজন জানান, গতকাল (শনিবার) সকালে ফাতেমা ও শামীমা দু’জন মিলে আনন্দবাজারের দক্ষিণে বাড়ির পাশে ডাকাতিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে মাঝখানে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর শামীমার লাশ উদ্ধার করলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত ফাতেমার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। ইউপি সদস্য মোঃ শফিক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
পুলিশের উপ-পরিদর্শক মোঃ রফিক ঘটনাস্থলে রয়েছেন। ফাতেমার লাশ উদ্ধারের জন্য লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় উদমারা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/তাফসীর