ঝিনাইদহে ৩ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত আনিছুর রহমান নামের এক এনজিও কর্মীকে উদ্ধার করেছে র্যাব-৬। গতরাতে ঝিনাইদহ শহরের কোর্টপাড়ার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। সেসময় আটক করা হয় নারীসহ ২ অপহরণকারীকে।
ঝিনাইদহ র্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ জানান, শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে অপহরণ করা হয় আশা এনজিও’র ম্যাজেনার আনিছুর রহমানকে। পরে তাকে শহরের কোর্টপাড়ার এর বাসায় আটকে রেখে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আনিছুরের স্বজনেরা বিষয়টি র্যাবকে জানালে অভিযানে চালায় তারা।
রাতভর অভিযান চালিয়ে আনিছুর রহমানকে উদ্ধার করা হয় এবং ভোররাতে শহরের কোর্টপাড়ার হুমায়ুন কবির রিপন ও তার স্ত্রী মারিয়া মেরি মোহনাকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এ ধরনের কাজ করে আসছিল বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ১০ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ