টেকনাফে হ্নীলার রঙ্গিখালীর একটি লবণ মাঠ থেকে শনিবার সকালে জাফর আলম (২৮) নামের এক সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয়েছে। জাফর আলম টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লানপাড়া এলাকার ছৈয়দ হোসন ওরফে লেডুর ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জাফর আলমের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার চাচা মনু জানান, গতকাল রাত ৯টার দিকে টেকনাফ পৌর এলাকা হতে যাত্রী নিয়ে হ্নীলা ষ্টেশনের উদ্দেশ্যে রওনা হয় জাফর। সারা রাত তার খোঁজ পাওয়া যায়নি। সকালে হ্নীলার রঙ্গিখালী লবণ মাঠে তার মৃতদেহ পাওয়া যায়।
জাফরের সিএনজিটি পাওয়া যায়নি। তার স্বজনেরা দাবি করেছেন, উখিয়ার সেলিম মিস্ত্রির গ্যারেজে সিএনজিটি রয়েছে।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা