যশোরে ট্রাকের চাপায় নয়ন ঘোষ (৩৮) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিপন রায় (২২) নামে মোটরসাইকেলের আরেক আরোহী।
শনিবার রাত ১০টার দিকে শহরের বকচর জোড়া মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন।
নিহত নয়ন ঘোষ সদর উপজেলার কচুয়া গ্রামের পঞ্চানন ঘোষের ছেলে। শিপন রায় বাঘারপাড়া উপজেলার রায়মানিক গ্রামের কৃষ্ণপদ রায়ের ছেলে।
ওসি ইলিয়াস হোসেন বলেন, নয়ন ও শিপন রাতে মোটরসাইকেলযোগে মুড়লি মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের বকচর জোড়া মন্দির এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত শিপনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/১০ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব