এক হত্যা মামলার আসামিকে ধরে ছেড়ে দেয়ায় শিবগঞ্জ থানার এএসআই মোঃ খাইরুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে শিবগঞ্জ থানা থেকে তাকে ক্লোজড করা হয়। রাতে পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম ক্লোজের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বুধবার বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কামাল হত্যা মামলার ২নম্বর আসামি সুমনকে রানীহাটি এলাকা থেকে গ্রেফতার করে এএসআই খাইরুল। পরে তাকে রাস্তা থেকেই ছেড়ে দেয়া হয়। বিষয়টি এক সাংবাদিক পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামকে জানালে তিনি বিষয়টি তদন্তের জন্য সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ওয়ারেছ আলীকে দায়িত্ব দেন। তদন্তে বিষয়টির সত্যতা পাওয়ায় তাকে ক্লোজড করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
বিডি-প্রতিদিন/তাফসীর