রংপুরে মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াতকর্মী সহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিনগত রাত থেকে রবিবার সকাল পর্যন্ত রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বিষয়টি জানান।
তিনি বলেন, গ্রেফতাররা আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো।
রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন