ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। তবে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাটুরিয়াগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায়। এসময় উভয় গাড়ির কমপক্ষে ১৫ যাত্রী আহত হন।
বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৯