পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ থকবে। এ সময় ভারত-বাংলাদেশের মধ্য সকল প্রকার আমদানী-রপ্তানী বাণিজ্যসহ এ বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।
তবে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
স্থলবন্দর আজ রোববার থেকে ১৬ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার থেকে এ বন্দর পথ দিয়ে আমদানী-রপ্তানী চালু হবে।
বাংলাহিলি কাষ্টামস অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, পবিত্র ঈদুল আযহা পালনের জন্য বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের এক বৈঠকে এ ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়। সে মোতাবেক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ভারত হিলি এক্সপোর্টার এন্ড সিএন্ডএফ এজেন্টসহ বন্দর সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি মো. রফিকুজ্জামান জানান, ঈদ উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানী-রপ্তানী বন্ধ থাকলেও পাসপের্টধারী যাত্রীদের যাতায়াত স্বভাবিক থাকবে।
বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-২১