ময়মনসিংহের গফরগাঁওয়ের রেললাইন থেকে ট্রেনে কাটা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে রেলওয়ে জিআরপি পুলিশ।
রবিবার সকালে উপজেলার রৌহা কালিরহাট এলাকায় রেলের উপর থেকে দ্বি-খন্ডিত লাশটি উদ্ধার করা হয় বলে জানান গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই শফিকুল ইসলাম।
তিনি বলেন, নিহত ব্যক্তি রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ভাওয়াল অথবা হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রী হতে পারে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় এলাকাবাসী ও রেল পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব