নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় সখিনা বেগম (২৩) নামের এক লেগুনা যাত্রী নিহত এবং তার স্বামী সাহাবুদ্দিন (৩৫) আহত হয়েছে।
রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুন্দরবন পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায় এবং আহত স্বামীকে হাসপাতালে পেরণ করে।
প্রত্যক্ষর্দীরা জানান, কাঁচপুর থেকে একটি লেগুনা (খুলনা-ন-০০০৮) যাত্রী নিয়ে সোনারগাঁ যাওয়ার পথে লাঙ্গলবন্দ সুন্দরবন পেট্রোল পাম্পের কাছে এলে পিছন থেকে একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনা যাত্রী সখিনা (২৩) মাখায় আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত ও তার স্বামী সাহাবুদ্দিন (৩৫) গুরুতর আহত হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় স্বামী আহত ও স্ত্রী নিহত হয়। নিহত স্ত্রী সখিনার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আহত-নিহতরা সোনারগাঁ থানার নূনেরটেক এলাকার বাসিন্দা। তারা সোনারগাঁ যাওয়ার পথে দুর্ঘটনা কবলিত হয়। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে। আর ঘাতক বাসটিকে আটকের জন্য হাইওয়ের সকল স্থানে মেসেজ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব