আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন দুর্নীতি ও জঙ্গিবাদ লালন করেছে। বিএনপি যদি সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসে তাহলে আওয়ামী লীগ অভিনন্দন জানাবে।
এ সময় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি আলী মূর্তজাসহ আওয়ামী লীগের সহযোগী-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম