চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা জহিরুল হাছান খুনের ঘটনায় মো. হারুন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার।
তিনি বলেন, জহিরুল হাছান খুনের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি এ খুনের সাথে জড়িত এমন কিছু তথ্য আমরা পেয়েছি। তবে পাওয়া তথ্যগুলো যাচাই করা হচ্ছে। এছাড়া এ খুনের সাথে জড়িত অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
প্রসঙ্গত, গত শনিবার রাতে সন্ত্রাসী হামলায় খুন হন কাঞ্চনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল হাছান। পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে এ খুন হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব