পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে বেপরোয়া গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহফুজা খাতুন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাশীনাথপুর মোড়ে এই ঘটনা ঘটে বলে জানান আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম তাজুল হুদা।
নিহত মাহফুজা উপজেলার পাইকপাড়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে।
ওসি তাজুল হুদা বলেন, মাহফুজা তার খালাতো ভাই রাশেদুলের মোটর সাইকেলের পেছনে বসে নিজ বাড়ি থেকে কাশীনাথপুর বাজারে ঈদের কেনাকাটার জন্য আসছিল। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে কাশীনাথপুর মোড়ে একটি দ্রুত গতির ট্রাকের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব