দিনাজপুরে নাশকতার মামলায় জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৮) সহ ৮০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআই-১) রবিউল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাত থেকে রবিবার দুুপুর পর্যন্ত জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। তার বিরুদ্ধে ৯ টি মামলার গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। পাশাপাশি সে নাশকতা মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে আরো ৭৯ জনকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার