ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পাইলট হাইস্কুল মোড় এলাকায় ট্রাক থামিয়ে খাওয়ার জন্য রাস্তা পারাপার কালে অপর একটি ট্রাকের নীচে চাপা পড়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত চালক কাজল চন্দ্র দে শেরপুর জেলার মাধবপুর উপজেলার মৃত মোহন চন্দ্র দে’র ছেলে।
অপরদিকে রবিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার নিশিন্দা নামক স্থানে চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাসে পিছন থেকে শ্যামলী বাংলা নামক একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ১০ জন আহত হলে তাদেরকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার