বাগেরহাটের মোরেলগঞ্জে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু ঘটেছে। আজ রবিবার বিকেল ৪ টায় দিকে খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাবেক ইউপি মেম্বার মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে রুবায়েত ইসলাম (৯) ও মেয়ে আনজুম আক্তার (৭) হঠাৎ করে নিখোঁজ হয়। পরে নিজ বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় দুই সহোদরের লাশ পাওয়া যায়। জাহাঙ্গীর দম্পতির এখন আর কোন সন্তান নেই। এ ঘটনায় শোকের ছায়া নেমেছে ঐ এলাকায়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার