বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ কটকস্থল গ্রামের মাদকসেবী সজীব হাওলাদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম এই কারাদণ্ডাদেশ দেন। দণ্ড ঘোষণার পরপরই তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার