বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার বন্দরে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে সকল আসবাবপত্র পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ঠান্ডা শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম হোসেন জানান, ২০/২২ জনের একটি সন্ত্রাসীদল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে চেয়ার টেবিলসহ যাবতীয় আসবাবপত্র ভাঙচুর করে পাশের পুকুরের ফেলে দেয়।
বগুড়ার শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (আপারেশন) জাহিদ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ