বিস্ফোরক মামলায় হাজিরা দিতে গিয়ে জামিন বাতিল করে চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার মেয়র ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
রবিবার দুপুরে আদালতে ওই মামলার হাজিরা দিতে গেলে জেলা ও দায়রা জজ মোঃ এনামুল বারী এই নির্দেশ দেন।
জানা গেছে, গত বছরের ৮আগস্ট শহরে নাশকতা চালানোর লক্ষে গোপন বৈঠক করার সময় বিশেষ অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের চামাগ্রাম থেকে ৩০টি ককটেল ও গানপাউডার উদ্ধারসহ জামায়াত-শিবিরের ২১ কর্মীকে আটক করে পুলিশ। এসময় কয়েকজন পালিয়ে যায়। এঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলার এজাহারভূক্ত আসামী ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার মেয়র ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।
উল্লেখ্য, একটি হত্যা মামলায় মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট গৃহীত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ তাকে বরখাস্ত করে। পরে তিনি জামিনে এসে উচ্চ আদালতে আপীল করলে তার বহিস্কারাদের অবৈধ ঘোষণা করে তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন আদালত। সম্প্রতি তিনি পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন