কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় খোরশেদ আলম (৪২) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। রবিবার বিকেলে কুমিল্লা টাওয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের ফজলুর রহমানের পুত্র ও চৌদ্দগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি আলী আহম্মেদের একমাত্র জামাতা।
জানা গেছে, খোরশেদ আলম তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে রবিবার সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ রেজিষ্ট্রি অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে সড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান (ঢাকামেট্রো-ট-২০-১০৫০) তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মনির হোসেন জানান, ‘ঘাতক কাভার্ড ভ্যানটি আটক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে’।
বিডি-প্রতিদিন/এস আহমেদ