দীর্ঘ ১৮ বছর পর রবিবার দুপুরে কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কৃষক লীগ জেলা শাখার সভাপতি আজিজুল হক।
সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোহা. মোতাহার হোসেন মোল্লা।
প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।
সম্মেলনে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আবু সুফিয়ান বিল্লাল ও দামুড়হুদা উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম বক্তৃতা করেন।
সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে নতুন কমিটি ঘোষণার কথা থাকলেও শেষ পর্যন্ত কমিটি ঘোষণা না করেই সম্মেলন শেষ করা হয়।
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২১ মার্চ কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন করা হয়। ত্রি-বার্ষিক এ কমিটি দায়িত্ব পালন করে দীর্ঘ ১৮ বছর। ১৮ বছরের মধ্যে কেন সম্মেলন করা হয়নি এমন প্রশ্নের জবাবে বর্তমান সাধারণ সম্পাদক তছিরুল আলম মালিক বলেন, জাতীয় নির্বাচনসহ দলীয় নানা কর্মকান্ডে ব্যস্ত থাকায় সম্মেলন করা সম্ভব হয়নি।