সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদ থেকে একটি মৃত চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নদে ভাসমান অবস্থায় হরিণটি উদ্ধার করেন স্বেচ্ছায় বণ্যপ্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত টাইগার টিমের সদস্যরা।
টাইগার টিমের লিডার মো. জাকির মুন্সি জানান, সম্ভবত পাচারকারী চক্র সুন্দরবন থেকে হরিণ শিকার করেছে। মারা যাওয়ার কারণে নদীতে ফেলে দিতে পারে। ওই হরিণের পিছন দিকে তিনটি গুলির আঘাত পাওয়া গেছে।
বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সোলায়মান হাওলাদার বলেন, হরিণটির মাংস কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে আর চামড়া সংরক্ষণে রাখা হয়েছে।