নাশকতা মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা(৪৫) ও সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিনকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে কলারোয়া পৌরসদরের গপিনাথপুর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান কলারোয়া থানার উপ-পরিদর্শক বিল্পব রায়।
আব্দুর রকিব মোল্যা উপজেলার কয়লা ইউনিয়ের শ্রীপতিপুর গ্রামের মৃত আব্দুর রহমান মোল্যার ছেলে এবং কয়লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আর তামিম আজাদ মেরিন একই গ্রামের শামসুল আরেফিনের ছেলে এবং কলারোয়া পাইলট হাইস্কুলের শিক্ষক। এর আগে তারা বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছিলেন এবং জামিনে আছেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) বিল্পব কুমার নাথ গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার ভোর রাতে সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলা কৃষকদলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনকে তার নিজ বাড়ি থেকে একই মামলায় গ্রেফতার করেন।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৭/মাহবুব