ঝিনাইদহের শৈলকুপায় আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার দিগনগর গ্রামের আকমল শেখের বাড়িতে। এ ঘটনায় শোকে কাতর হয়ে বাড়ির মালিক আকমল শেখ রবিবার সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
আকমল শেখের ছেলে রাজু অভিযোগ করে বলেন, শুক্রবার গভীর রাতে কেউ শত্রুতা করে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে তাদের ঘরে থাকা পিয়াজ, মসুর, ধান, গম ও আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে আগুনে শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে যায়। তাদের ঘরটি টিন দিয়ে তৈরি ছিল, বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ নাই, মশার কয়েল ব্যবহার করা হয় না। এছাড়া রান্নাঘর অক্ষত রয়েছে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা উদঘাটন হয়নি। কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা।
তিনি বলেন, এখন আর তাদের মাথা গোজার ঠাঁই নেই। তাই তার বাবা আকমল মনের কষ্টে আত্মহত্যা করার জন্য রবিবার সকালে বিষপান করেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ