নোয়াখালীর হাতিয়ায় গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা আশ্রাফ উদ্দিন মারা গেছেন। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চেয়ারম্যানের ভাই ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য। ঘটনার নয় দিন পর রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশ্রাফ।
গত ৩০ মার্চ রাত ৮টায় আশ্রাফ উদ্দিন তার ২ সহকর্মী নিয়ে মোটরসাইকেলযোগে হাতিয়ার উসখালী যাওয়ার পথে আফাজিয়া বাজারে আওয়ামী লীগের অপর গ্রুপ রবিন্দ বাহিনীর সদস্যরা গুলি চালায়। এ সময় আশ্রাফ উদ্দিন ও মোটরসাইকেলে থাকা রাসেল ও নেয়াজ গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় আশ্রাফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
আশ্রাফের ভাই হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহাম্মদ জানান, গুলিবিদ্ধ হওয়ার নয় দিন পর আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশ্রাফের মৃত্যু হয়।
এই ঘটনায় আশ্রাফের ভাই হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহাম্মদ বাদী হয়ে ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য রবীন্দ্র কুমার দাসকে। আশ্রাফের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছাঁয়া নেমে আসে। আফাজিয়া বাজারে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
হাতিয়া থানার ওসি আবদুল মজিদ যুবলীগ নেতা আশ্রাফের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ