লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে রাজু মিয়া (২৭) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে এই রোগে আক্রান্ত হয়ে একে একে আরো ৬৫ জনের মৃত্যু হয়েছে। মৃত রাজু মিয়া বুড়িমারী ইউনিয়নের উফারমারা ঘুন্টি গ্রামের মোহসিন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, অভাবের তাড়নায় বুড়িমারীতে পাথর ক্রাশিং কারখানায় কাজ করতেন রাজু। কিছুদিন আগে মরণব্যাধি সিলিকোসিসে আক্রান্ত হন তিনি। তাকে স্থানীয় হাসপাতাল থেকে ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যান রাজু।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিকোসিস রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ