কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোষ্টে চারটি স্বর্ণের বারসহ সামশু মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবক টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে বলে জানা গেছে।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ জানান, রবিবার (৯ এপ্রিল) দুপুরে হোয়াইক্যং বিওপি চৌকির একটি টিম চেকপোষ্টে টেকনাফ-কক্সবাজারগামী একটি যাত্রীবাহী স্পেশাল বাসে (কক্স জ-১১-০১৮৯) তল্লাশিকালে এক যাত্রীর উপর সন্দেহ হয়। তার দেহ তল্লাশি করে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের পরিমান ৫৬ ভরি, আনুমানিক মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। উদ্ধার স্বর্ণসহ আটক যুবককে থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ