পটুয়াখালীর কলাপাড়ায় জ্বীনের বাদশা চক্রের হোতা জাকির হোসেন বেপারীকে (৪০) স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে। রবিবার বিকালে স্থানীয়দের সন্দেহ হলে তাকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা এলাকা থেকে পাকড়াও করে স্থানীয়রা। এসময় তার কাছ থেকে একটি শীসার ছোট মূর্তি ও কিছু অলংকার জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, জাকির জ্বীনের বাদশা চক্রের হোতা। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছে ফোন করে নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা আদায় করতো।
প্রতারক জাকির হোসেন এখন থানা হাজতে রয়েছে। জাকিরের বাড়ি গোবিন্দগঞ্জের আগরপুর ইউনিয়নের কাজীরচর গ্রামে। তার বাবার নাম হামেদ বেপারী বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ