দিনাজপুর শহরের মিশন রোড এলাকায় রবিবার দিবাগত রাতে জাল ডলারের নোটসহ জয়নাল আবেদীন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আটকৃত জয়নাল বীরগঞ্জ উপজেলার চাঁপাপাড়া গ্রামের তছির উদ্দিনের ছেলে।
আটক জয়নালের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার