পিরোজপুরের ইন্দুরকানীতে অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার বাজার এলাকায় সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি সমিল ছাড়া বাকি সব দোকান বলে জানা গেছে। রাত সাড়ে তিনটার দিকে স্থানীয়রা বাজারে আগুন দেখে নিভানোর চেষ্টা শুরু করে। খবর পেয়ে পিরোজপুর সদর ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, আগুনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, বাজারে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথামিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৭/মাহবুব