সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকাল ৭টা এবং ৯টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
সকাল ৭টার দুর্ঘটনায় নিহতরা হলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী পশ্চিমপাড়া গ্রামের হবি হাজির ছেলে আব্দুস সোবাহান (৩৫) ও বেলাল হোসেন (৩২), একই গ্রামের মাহাম প্রামনিকের ছেলে আল-আমিন (৩০)। অন্যদিকে ৯টার দুর্ঘটনায় নিহতরা হলেন শাহজাদপুরের সাতবাড়িয়া কলেজের প্রভাষক ও নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা শ্যামল কুমার পালের স্ত্রী রিনা রানী (৩০) ও তার শিশু কন্যা তুলী রানী (৫)।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জয়দেব সাহা জানান, সকাল ৭টার দিকে কামারখন্দের বলরামপুর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশ ৫ জন যাত্রী নিয়ে সিরাজগঞ্জে আসছিল। পথিমধ্যে বারাকান্দি এলাকায় পৌছলে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী আমিন পরিবহনের একটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আল-আমিন মারা যায় এবং হাসপাতালে নেয়ার পর আব্দুস সোবাহান ও বেলাল হোসেন মারা যায়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও দু'জন।
অপরদিকে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কশিক জানান, সকাল ৯টার দিকে প্রভাষক শ্যামল কুমার স্ত্রী রিনা রানী ও মেয়ে তুলীকে নিয়ে নাটোরের সিংড়া থেকে মোটরসাইকেল যোগে শাহজাদপুর কলেজে যাচ্ছিল। উল্লাপাড়ার নেওরগাছা এলাকায় পৌছলে একটি ট্রাক মোটরসাইকেলসহ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যায়। গুরুতর অবস্থায় প্রভাষক শ্যামলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৭/মাহবুব