মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ ৩৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পুলিশ বিশেষ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের মধ্যে একজন শীর্ষ সন্ত্রাসী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাংনী থানা পুলিশ ওই উপজেলার হেমায়েতপুর গ্রামের একটি বাড়ি থেকে ঝন্টু মিয়া (৩২) নামের এক সন্ত্রাসী আটক করে। এ সময় তার কাছ থেকে একটি এলজি সার্টারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ঝন্টু মিয়া কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের নাসির ফকিরের ছেলে। তার নামে মিরপুর, আলমডাঙ্গা ও গাংনী থানায় অর্ধ ডজন মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গাংনী থানায় কয়েক মাস আগে দায়ের করা একটি মামলার আসামি ঝন্টু। এছাড়াও অস্ত্রসহ আটকের ঘটনায় তার নামে আরও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব জানান, চলমান বিশেষ অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে। আটক ৩৫ জনকে বিভিন্ন মামলার আসামি হিসেবে আজ সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম