বাগেরহাটের মোরেলগঞ্জে একটি গলদা চিংড়ির ঘেরে বিষ প্রয়োগে লাখ টাকার চিংড়ি মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর রাত ৪টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা কাঠালতলা গ্রামের মতিউর রহমান মন্টু শেখের ঘেরটিতে বিষ ঢেলে দেয়। এতে গলদা চিংড়িসহ কমপক্ষে এক লাখ টাকার মাছ মরে গেছে।
মন্টু শেখ অভিযোগ করে বলেন, সোমবার সকালে ঘেরের কাছে গিয়ে দেখি গলদা চিংড়িসহ বিভিন্ন ধরণের সাদা মাছও মরে ভেসে উঠেছে। পূর্ব শত্রুতার কারনে পরিকল্পিতভাবে ঘেরটিতে বিষ প্রয়োগ করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ