ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রহিজ মিয়া (৫৭) নামে এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন অাহম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিমবাড়ি গ্রামের বিবদমান দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম