ট্রেনে অগ্নিসংযোগের মামলায় আত্মসমর্পণের পর বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার বেলা সাড়ে ১১টায় তিন মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন টুকু। পরে শুনানি শেষে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১০ সালের ১১ অক্টোবর সদর উপজেলার সয়দাবাদের মুলিবাড়িতে ছাত্রনেতা নাজির উদ্দিন জেহাদের স্মরণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ওই সমাবেশ চলাকালে দ্রুতগতির একটি ট্রেনে কাটা পড়ে বিএনপির ছয় কর্মী নিহত হন। এ সময় সমাবেশ স্থলে উপস্থিত বিএনপি-নেতাকর্মীরা ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। এ ঘটনায় পৃথক সাতটি মামলা দায়ের করা হয়। এরই মধ্যে এসব মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়ছে। টুকু সকালে এর তিন মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৭/মাহবুব