বরগুনা জেলার পাথরঘাটা-ঢাকা সড়কের কেরামতপুর তেলপাম্প এলাকায় রবিবার রাতে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৃতরা পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনগচটকী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নসিমন চালক মো. মিজান (৩৫) ও নসিমনের যাত্রী বরগুনার বামনা চালিতাবুনিয়া এলাকার মো. রাসেল (২৮)।
পাথরঘাটা থানার ওসি-তদন্ত নজরুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নসিমন ও বাস পুলিশ আটক করেছে। বাসের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম