বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় ইব্রাহিম হাওলাদার(৪০) ও নিজাম উদ্দিন হাওলাদার(৩২) নামে দুই চোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। তাদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বরইতলা ও কালিবাড়ি গ্রামে বলে থানা পুলিশ জানিয়েছে।
থানার ওসি মো. রাশেদুল আলম জানান, আটক ইব্রাহিম ও নিজাম সোমবার ভোর ৪টার দিকে দাসখালি গ্রামে বিদ্যুতের খাম্বা থেকে একটি ট্রন্সফরমার খুলে নেয়। পরে আরও একটি খুলতে গেলে স্থানীয় পাহারাদারদের চোখে পড়ে। এ সময় বিদ্যুতের খাম্বায় থাকাবস্থায় এলাকার লোকজন জড়ো হয়ে ওই দুই চোরকে আটক করে গণপিটুনি দিয়ে বেলা ১০টার দিকে পুলিশে সোপর্দ করে।
পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম জানান, দুর্ধর্ষ এই চোরেরা ৭৬ হাজার টাকা মূল্যের একটি ট্রান্সফরমার মাইক্রোতে তুলে নিয়ে গেছে। অপরটি খুলে নামানোর সময় ধরা পড়েছে। এতে বিদ্যুত বিভাগের কমপক্ষে ১ লাখ ৩০হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ