টাঙ্গাইলের ভুঞাপুরে থানা পুলিশ ও পৌর মেয়রের ভয়ে নিজের সম্পত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপনা নির্মান করতে পারছেন না বলে অভিযোগ করেছেন হাজি আব্দুল বাছেদ। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রশাসন জমিটি দখলের পায়তারা করছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুল বাছেদ।
এদিকে গত ৫-৬ বছর যাবত রোজগারের একমাত্র জায়গাটি হারিয়ে ১২ সদস্যদের পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে জীবন যাবন করছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে তার জমি ফেরত পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে হাজি আব্দুল বাছেদ বলেন, ভুঞাপুর থানা সংলগ্ন ১৭১০নং দাগে আমার ক্রয়কৃত ১শতাংশ জমিতে হাজি ক্লথ ষ্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠান করে ব্যবসা পরিচালনা করে আসছিলাম। এই জমিটুকু জনতা ব্যাংকে বন্ধক দিয়ে ঋণ উত্তোলন করি। গত ২০১১ সালের ৬ মার্চ ভুঞাপুর পৌরসভার মেয়র মাসুদুর রহমান মাসুদ পৌরসভা থেকে রাস্তা বের করার জন্য সিদ্ধান্ত দিয়ে আমার সম্পত্তির পয়েন্ট বিশ শতাংশ নেয়ার জন্য নোটিশ করেন। পরে আমাকে কোন প্রকার সময় না দিয়ে পরেরদিনই আমার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেন। আমার ব্যবসা প্রতিষ্ঠানের মালামালও সরানোর সময় না দিয়ে একতলা বিল্ডিংটি গুড়িয়ে দেওয়া হয়। পরে আমার জমিতে রাস্তা বাদে বাকি অংশে নতুন স্থাপনা তৈরির জন্য পৌরসভা থেকে একটি নকশা পাস করে দেওয়া হয়। এরপর আমি নকশা অনুযায়ী আমার জমিতে স্থাপনা নির্মান করার জন্য গেলে তৎকালীন ভুঞাপুর থানার ওসি স্থানীয় এক পান দোকানীকে বাদী করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করতে থাকেন। পরে আমি আদালত থেকে ওই মিথ্যা মামলায় খালাস পাই। আমার বিরুদ্ধে মামলা দিয়ে আমার সম্পত্তি আত্মসাৎ করে মার্কেট নির্মানের চেষ্টা করছে ভুঞাপুর থানা পুলিশ ও পৌরসভার মেয়র। এমতাবস্থায় আমি আমার একমাত্র রোজগারের ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করতে না পেরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এছাড়া ব্যাংকে ঋণ থাকায় শুধু শুধু ঋণের কিস্তি টানতে হচ্ছে।
এ ঘটনায় ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার চৌধুরী বলেন, ভুঞাপুর থানা সংলগ্ন হাজি আব্দুল বাছেদের নামে কোন জায়গা নেই। সে (আব্দুল বাছেত) আমার বিরুদ্ধে মামলা করেছে, যার নম্বর ১২/২০১৭। আদালত আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আমি আদালতে জবাব দিব। আব্দুল বাছেত আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে পারেন না।
এ ব্যাপারে ভুঞাপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ