রাজশাহীর মোহনপুরে কলেজ অধ্যক্ষকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে বাকশিমইল এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই অধ্যক্ষের নাম শামসুজ্জোহা বেলাল। তিনি উপজেলার মৌগাছি কলেজের অধ্যক্ষ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার দুপুরে বাকশিমইল এলাকার হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১০৪ পিস ইয়াবাসহ মৌগাছি কলেজের অধ্যক্ষ সামসুজ্জোহা বেলালকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় অধ্যক্ষকে আটক করা হলেও বাড়ির মালিক হাবিবুর রহমান পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার