র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি দল বগুড়ার কাহালু থানার দরগারহাট ডিগ্রী কলেজের সামনে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত উক্ত অভিযানে দুইশ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মামুনুর রশিদ ওরফে মাসুম(২০) বগুড়া জেলার কাহালু থানার পাইকর গ্রামের চকপাড়ার ইসমাইল প্রামানিক এর ছেলে ও অপর মাদক ব্যবসায়ী আল-আমিন ওরফে ইয়ামিন একই থানার দরগারহাট গ্রামের আব্দুস সামাদ ফকির এর ছেলে। গ্রেফতারকৃতরা বগুড়া জেলার কাহালু থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে কাহালু থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন